‘এসো হে বৈশাখ, এসো এসো...’-এ আহ্বানের মধ্য দিয়ে আজ রোববার যাত্রা শুরু হলো বাংলা নববর্ষ বা বঙ্গাব্দের প্রথম দিন। পহেলা বৈশাখ বাঙালির জীবনে ভিন্নমাত্রায় মহিমান্বিত একটি দিন। ষড়ঋতুর রূপবৈচিত্র্য আর রঙের খেলায় শুধু প্রকৃতিই বদলে যায় না, জনজীবনেও রূপান্তর ঘটে। এভাবে প্রতি বছরই পহেলা বৈশাখ আসে রুদ্ররূপ ধারণ করে বাঙালির নবপ্রত্যয় জাগ্রত করতে।
প্রতিটি বাঙালি যেন এই দিনে আগুনের পরশমণির ছোঁয়ায় নতুনভাবে জেগে ওঠেন। হতাশা, ব্যর্থতা ও গ্লানি উপড়ে ফেলে জীবনের জয়গান বড় হয়ে দেখা দেয়। অজস্র কণ্ঠে প্রত্যয় ব্যক্ত হয়-মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা। গ্রীষ্মের তাপপ্রবাহে আগত বাংলা নববর্ষ বাঙালি জীবনের এক প্রেরণাদায়ক দিন। বাঙালি চেতনার আলোকবর্তিকা। বাঙালির উৎসবমুখর এই দিনে দৈনিক জাগো কণ্ঠের সম্মানিত পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ-১৪৩১।