শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির নব নিযুক্ত একান্ত সচিব (পিএস) আবু আলী মো. সাজ্জাদ হোসেন বুধবার (২৬ জানুয়ারি) যোগদান করেছেন। নতুন কর্মস্থলে যোগদান করে তিনি শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
সূত্রমতে, আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর আগে পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাসিস্ট্রেট হিসেবে নিয়োজিত ছিলেন। গত ৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বদলি করে শিক্ষামন্ত্রীর পিএস পদে নিযুক্ত করা হয়।
জানা গেছে, ২১ তম বিসিএসের কর্মকর্তা আবু আলী মো. সাজ্জাদ হোসেন গত ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর পিরোজপুরের ডিসি হিসেবে যোগদান করেন। তিনি ডিসি হিসেবে দায়িত্ব পালনের পর থেকে ডিসি কার্যালয়সহ উপজেলার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে জিরো টলারেন্স ঘোষণা করেন ও তা কার্যকর করেন। এছাড়া করোনাকালে অসহায়দের বাড়িতে গিয়ে নিজ হাতে খাদ্য সহায়তা দেন। এ সময় জেলার বিভিন্ন হাট-বাজারের হোটেল-রেষ্টুরেন্ট বন্ধ থাকায় রাস্তার বেওয়ারিশ কুকুরসহ মানুষিক প্রতিবন্ধীদের জন্য নিয়মিত খাবারের আয়োজন করে একজন মানবিক ডিসি হিসেবে পরিচিতি লাভ করেন।