মানিকগঞ্জে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে হরিরামপুর উপজেলার পূর্বখলিলপুর গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
খলিলপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচটির আয়োজন করে। ব্যতিক্রমী এই ফুটবল ম্যাচ বিবাহিত দলকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় অবিবাহিত দল।
পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন খলিলপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সাত্তার বিশ্বাস হিমু ও মো: রবিন বিশ্বাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন খলিলপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো:সাকিব বিশ্বাস, সহ-সভাপতি মো:আকাশ ও ওবায়দুল্লাহ, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মো: সাব্বির হোসেন ও মো: শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো:রাজিব মোল্লা, সহ- সাংগঠনিক সম্পাদক মো: সাকিব খান, দপ্তর সম্পাদক মো:সজীব শিকদার, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ খান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সদস্য আসিফ সদস্য রাহাদ, ওয়ালিদ, তুষার, মো:রাজিব হোসেন প্রমূখ।