মানিকগঞ্জে যথাযথ মর্যাদা ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল আটটায় শহিদ মিরাজ তপন স্টেডিয়ামে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ সময় নারী মুসল্লীদের সাথে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আক্তার। পরে তিনি মানিকগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এছাড়া দুপুর ১২ টায় জেলা কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন, জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে সরকারি শিশু পরিবার, মানিকগঞ্জ নিবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক। এ সময় তিনি ছিন্নমূল মানুষের মাঝে খাবার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
সকাল সাড়ে আটটায় বান্দুটিয়া আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ, দক্ষিণ সেওতা- বান্দুটিয়া মদিনা মসজিদ, বেউথা ঈদগা মাঠ, সেওতা ঈদগাহ মাঠ, পশ্চিম দাসরা ঈদগাহ মাঠ সহ বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দক্ষিণ বান্দুটিয়া মদিনা মসজিদের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা ৪ শতাধিক মুসুল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান মাগুরা গ্রুপের আয়োজনে বান্দুটিয়া আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জামাত অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী বিল্টু ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অগণিত দর্শক অনুষ্ঠান উপভোগ করেন। দিবসটি যথার্থ মর্যাদা পালনের উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়।