২০ এপ্রিল তৈয়্যবিয়া মাদ্রাসা সাবেক-বর্তমান ছাত্রদের পুনর্মিলনী 

জাগো কণ্ঠ ডেস্ক

৯ এপ্রিল, ২০২৪ ০৯:১৯ পূর্বাহ্ন

২০ এপ্রিল তৈয়্যবিয়া মাদ্রাসা সাবেক-বর্তমান ছাত্রদের পুনর্মিলনী 

মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া চন্দ্রঘোনা সাবেক ছাত্র পর্ষদের সাধারণ সভা ও ইফতার মাহফিল ৭ এপ্রিল (রবিবার) বিকাল ৩ টায় মাদ্রাসা সংলগ্ন খানকাহ শরীফে সাবেক ছাত্র পর্ষদের সভাপতি অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারন সম্পাদক মাওলানা কাজী মামুনুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পর্ষদের সহ সভাপতি অধ্যাপক আহমদ শাহ আলমগীর, সহ সভাপতি মাওলানা সালাহ উদ্দিন নেজামী।

এতে উপস্থিত ছিলেন সহ সভাপতি মাওলানা নাজিমুল হক আল কাদেরী, সহ সভাপতি মাওলানা কামাল উদ্দিন,  সাধারণ সম্পাদক কাজী মামুনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাছির উদ্দিন নাহিদ, অর্থ সম্পাদক মাওলানা মীর মুহাম্মদ শহিদুল্লাহ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক ব্যাংকার মুহাম্মদ আবদুল কাইয়ুম, প্রবাসী সম্পাদক মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন প্রমুখ।

সভায় আগামী ২০ এপ্রিল (শনিবার) ২০২৪ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন করা সহ নানাবিধ সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত ঈদ পুণর্মিলনী সম্পন্ন করার জন্য একটি উপকমিটি গঠন করা হয়। 
কমিটি নিন্মরূপ: 
১। আহমদ শাহ আলমগীর - আহবায়ক
২। মুহাম্মদ কামাল উদ্দিন - যুগ্ম আহবায়ক
৩। কাজী মুহাম্মদ মামুনুল ইসলাম - সদস্য সচিব
৪। মুহাম্মদ নাছির উদ্দিন - সদস্য
৫। মুহাম্মদ আবদুল কাইয়ুম - সদস্য
৬। এইচ এম শহীদুল্লাহ- সদস্য
৭।  হাফেজ মুহাম্মদ তারেক - সদস্য   
৮। মীর মুহাম্মদ শহীদুল্লাহ -সদস্য
৯। মুহাম্মদ ইসমাইল হোসেন - সদস্য
১০। মুহাম্মদ নাছির উদ্দিন নাহিদ - সদস্য
১১। মুহাম্মদ আবদুস সাত্তার -সদস্য 
১২। মুহাম্মদ হাবিবুল্লাহ -সদস্য

ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানের কর্মসূচী:
১। চন্দ্রঘোনা ফেরিঘাট থেকে কাপ্তাই প্রশান্তি পার্ক পর্যন্ত বোট ভ্রমণ। 
২। বোট ভ্রমণে মোশায়ারা ও ইসলামিক গজলের আসর।
৩। রাফেল ড্র/ কুইজ প্রতিযোগিতা।
৪। সকালের নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থা।

ঈদ পুণর্মিলনী
তারিখ: ২০ এপ্রিল,২০২৪ ইং 
সময়: সকাল ৯:০০- বিকাল ৩:০০ টা
শুভেচ্ছা ফি = ৫০০ টাকা (জন প্রতি)
রেজিষ্ট্রেশন করার শেষ তারিখ: ১৫ এপ্রিল,২০২৪ ইং।

রেজিষ্ট্রেশন করতে যোগাযোগ করুন: 
১। সভাপতি - অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী- 01817763669
২। সহ সভাপতি-আহমদ শাহ আলমগীর- 01819-543087
৩। সহ সভাপতি- মুহাম্মদ সালাহ উদ্দীন নেজামী- 01818127231
৪। সাধারণ সম্পাদক-কাজী মুহাম্মদ মামুনুল ইসলাম- 01818164392
৫। যুগ্ম সাধারণ সম্পাদক-হাফেজ মুহাম্মদ তারেক- 01815816539
৬। সাংগঠনিক সম্পাদক-মুহাম্মদ নাছির উদ্দীন নাহিদ- 01823012343

রেজিষ্ট্রেশন করার পর বিকাশ করতে পারবেন:  
অর্থ সম্পাদক-মীর মুহাম্মদ শহিদুল্লাহ- 01818941181.

সংগঠনের সভাপতি অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আল কাদেরী সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পুণর্মিলনী অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার উদাত্ত আহবান জানান।




সারাদেশ - এর আরো খবর

শিবগঞ্জে অটো চার্জারের ধাক্কায় শিশু নিহত

শিবগঞ্জে অটো চার্জারের ধাক্কায় শিশু নিহত

৯ এপ্রিল, ২০২৪ ০৯:১৯ পূর্বাহ্ন

পিরোজপুরে আগুনে পুড়লো তিনটি বসত ঘর

পিরোজপুরে আগুনে পুড়লো তিনটি বসত ঘর

৯ এপ্রিল, ২০২৪ ০৯:১৯ পূর্বাহ্ন