আসন্ন শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শিল্পপতি আলহাজ্ব আব্দুর রহিম খান হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
রোববার (৭ মার্চ) সকাল ১১ টায় শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার ও নয়াকান্দি গ্রামে আনুষ্ঠানিকভাবে তিনি এই উপহার বিতরণ করেন।
এসময় বিশিষ্ট দানবীর হিসেবে পরিচিত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম খানের ব্যক্তিগত উদ্যোগে জাফরগঞ্জ বাজারে ৭'শ এবং নয়াকান্দি গ্রামে সাড়ে ৭ শ' হতদরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থসহ বিভিন্ন ঈদ উপহার নিজ হাতে তুলে দেন।
আগামী ২১ মে অনুষ্ঠিতব্য শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য হ্যাভী ওয়েট চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম খান উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, আমার এই সামান্য উপহার আপনাদের গ্রামের ঈদ উদযাপনে অন্যরকম অনুভূতি কাজ করবে বলে আমি মনে করি।
তিনি বলেন, আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য অতীতেও যেমন পাশে ছিলাম, এখনো আছি,ভবিষ্যতেও থাকবো। তিনি নির্বাচনে জয় লাভের জন্য সকলের সহযোগিতা ও দুআ কামনা করেন।
ত্রান বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।