ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, ক্যাম্পাসে লেজুড়বৃত্তি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বিগত ১৫ বছরে ছাত্র রাজনীতির নামে হলে চলে সন্ত্রাস, মাদকসেবন, গেস্টরুম নামে টর্চার সেল, দলীয় আনুগত্যে বাধ্যকরণ, সিট দখল, চাঁদাবাজি, ছাত্র হত্যা ছাড়া আর কিছুই দিতে পারিনি। শহীদ আবরার খুনের দাগ শুকাবার পূর্বেই সেই ছাত্রলীগের আবার ক্যাম্পাসে মহড়া আমাদেরকে ভাবিয়ে তুলছে। তিনি বলেন, শহীদ আবরার হত্যার সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে যারা জড়িত তাদেরকে ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ করতে হবে।
মঙ্গলবার ২ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত পথশিশুদের সাথে ইফতার পূর্ব আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইফতারপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ নজরুল ইসলাম খোকন, এইচ এম রফিকুল ইসলাম, হাফেজ শাহাদাত হোসাইন, জসিম খাঁ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম আরও বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও এখনো মানুষ খোলা আকাশের নিচে, রাস্তার ফুটপাতে জীবনযাপন করে। "দেশ উন্নয়নের মহাসড়কে উড়ছে" এমন গালগ্লপ শোনলেও বাস্তব চিত্র এর সম্পূর্ণ বিপরীত। হতদরিদ্র, অসহায়, দিনমজুরের আহাজারি আজ প্রকট। অপরদিকে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের পাহাড় এসব দিনমজুরের পকেট থেকে লোপাট করা। সম্প্রতি সাবেক পুলিশের আইজি বেনজিরের সম্পত্তির আংশিক হিসাব প্রকাশ হয়েছে। যা রীতিমতো কল্পনাকেও হার মানায়। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশনের ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ।
আলোচনা শেষে সুবিধাবঞ্চিত পথশিশুদের সাথে নিয়ে নগর দক্ষিণ নেতৃবৃন্দ ইফতারিতে অংশ নেন।