ঢাকা আরিচা মহাসড়কসহ অন্যান্য সড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান (বিপিএম, পিপিএম বার)
শনিবার (৩০ মার্চ) ঢাকা-আরিচা সড়কের বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পথসভায় ও মতবিনিময় সভায় এই হুঁশিয়ার করেন।
পুলিশ সুপার বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। কোন ধরনের চাঁদাবাজি চলবে না। যদি কেউ এ ধরনের অপকর্মের সাথে জড়িয়ে পড়ে তাহলে তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, চাঁদাবাজরা যেই হোক আমার কানে আসলে তার রক্ষা নাই। জড়িতদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বানিয়াজুরী, বরঙ্গাইল, টেপড়া, পাটুরিয়া বাসস্ট্যান্ড এবং পাটুরিয়া - আরিচা ফেরি ও লঞ্চঘাট পরিদর্শনসহ বাস, মিনিবাস, ট্রাক, অটোটেম্পু চালক ও শ্রমিকদের সাথে পথসভা করেন পুলিশ সুপার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, নুরজাহান লাবনী, মারুফা নাজনীন, মানিকগঞ্জ সদর থানার ওসি মোঃ হাবিল হোসেন, শিবালয় থানার ওসি মো. আব্দুর রউফ সরকার, সাটুরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম মোল্লা, ট্রাফিক ইনচার্জ কে,এম মেরাজ উদ্দিন, শিবালয় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রহিম খানসহ বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।