শিরোনাম
  • বন রক্ষায় বন কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে: পরিবেশ ও বনমন্ত্রী  পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের বৃত্তি পেল সেরা ১৫ জন স্কুল ক্রিকেটার শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ, অ্যাসেম্বলি বন্ধ থাকবে সবার চাওয়া সুষ্ঠু ও পক্ষপাতহীন উপজেলা নির্বাচন: ইসি আহসান হাবিব  তরুণদের উদ্ভাবনী জ্ঞান ও বিজ্ঞানমনস্ক চিন্তাকে কাজে লাগাতে হবে : স্পিকার ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে :  কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে: পরিবেশমন্ত্রী  বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সন্মাননা দিয়েছেন: পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান 

    পিরোজপুর প্রতিনিধি‌

    ২৬ মার্চ, ২০২৪ ০৭:৫১ অপরাহ্ন

    শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সন্মাননা দিয়েছেন: পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান 

    পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্জ মো: হাবিবুর রহমান মালেক বলেছেন বঙ্গবন্ধু এ দেশের মানুষদের স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধুর জন্যই আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। পরাজয়ের শৃঙ্খল থেকে আমাদের বের করে এনেছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সন্মাননা দিয়েছেন। আজ মুক্তিযোদ্ধারা বিশ হাজার টাকা করে সন্মানী পাচ্ছেন। তিনি মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য বীরনিবাস তৈরী করে দিয়েছে। শেখ হাসিনার সরকার না থাকলে মুক্তিযোদ্ধারা এত সুযোগ সুবিধা কখনোই পেতেন না।
     
    তিনি আরো বলেন একাত্তরের পরাজিত শক্তিরা এখনো চুপ করে ঘাপটি মেরে আছে। তারা যেনো মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর পৌরসভা মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সংবর্ধণা অনুষ্ঠানে এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নুরদীদা খালেদ রবি, বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সচিব বনি আমিন।

    এসময় পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা মুক্তিযোদ্ধাবৃন্দ, পিরোজপুর পৌরসভার সকল কাউন্সিলর, প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

    বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।




    সারাদেশ - এর আরো খবর