শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • প্রধান শিক্ষকদের হুমকি দিলেন রাজবাড়ী সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান

    রাজবাড়ী প্রতিনিধি

    ২০ মার্চ, ২০২৪ ১০:০৫ পূর্বাহ্ন

    প্রধান শিক্ষকদের হুমকি দিলেন রাজবাড়ী সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান

    সভা থেকে সাংবাদিকদের বের করে দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হুমকী দিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামী সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোঃ রাকিবুল হাসান পিয়াল। 

    মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত নবাগত উপজেলা নির্বাহি অফিসারের সাথে উপজেলার ১৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পরিচিতি ও মতবিনিময় সভা শেষে এ হুমকী প্রদান করেন। ওই অনুষ্ঠান কাভার করতে যাওয়া মাছরাঙ্গা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম বলেন, ওই সভার শেষ দিকে সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল সভাস্থলে প্রবেশ করেন। কিছু সময় পর পিয়াল সেখানে থাকা কয়েকজন সাংবাদিককে সভাস্থল ত্যাগ করতে নির্দেশ দেন। কারণ হিসেবে তিনি সে সময় সাংবাদিকদের বলেন, “তিনি সভাস্থলে থাকা প্রধান শিক্ষকদের সাথে গোপনীয় কথা বলবেন”। যে কারণে সাংবাদিকরা চলে আসেন।

    এদিকে ওই সভা শেষে অডিটোরিয়ামে থাকা ২০ জনের অধিক শিক্ষকের সাথে কথা বলে জানাগেছে, “সাংবাদিকদের বের করে দেবার পর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল উপস্থিত সকল প্রধান শিক্ষককের মোবাইল ফোন বন্ধ করার নির্দেশ দেন। এর পর তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন শিক্ষকরা টাকা, বিরিয়ানী ও সুযোগ-সুবিধা নিয়ে কোন এক প্রার্থীর সাথে ছবি তোলা এবং ভিডিও করে তা ফেসবুকে প্রচার করছেন। এগুলো আপনারা আর যদি করেন তাহলে উপজেলা নির্বাহী অফিসার যখন আগামী উপজেলা নির্বাচনের সময় রিটানিং অফিসারের দায়িত্ব গ্রহণ করবেন তখন আপনাদের ওই সব ছবি ও ভিডিও প্রদান করা হবে। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয় গুলোতে বিভিন্ন সময়ের নানা রকম উন্নয়ন কর্মকান্ড পরিচালনা এবং অনুষ্ঠানে স্বচ্ছল সমাজ সেবকদের সহযোগিতা নেয়া হয়। এটা কোন দোষের বিষয় নয়। অথচ সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল আগামী নির্বাচনের প্রার্থী হওয়ায় তিনি অন্য প্রার্থীদের পছন্দ করছেন না। যে কারণে তিনি প্রকাশ্য শিক্ষকদের এই হুমকি প্রদান করলেন। যা কোন ভাবেই ভদ্রচিত ঘটনা নয়। বিষয়টা অত্যন্ত দুঃখ জনক। কারণ নির্বাচনের সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সহকারি প্রিজাইডং অফিসার এবং সহকারি শিক্ষকরা পুলিং অফিসার হিসেবে কাজ করে থাকেন। আগামী নির্বাচনেও তারা একই কাজ করবেন। অথচ পিয়াল এই সব শিক্ষকদের হুমকি দেবার মাধ্যমে তার পক্ষে কাজ করার কথা বললেন। 

    এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল বলেন, শিক্ষকদের সাথে গোপনীয় কথা থাকায় তিনি সাংবাদিকদের চলে যেতে বলেছেন। তাছাড়া তিনি শিক্ষকদের কোন হুমকি দেননি। বুঝিয়ে বলেছেন। 

    উল্লেখ্য, মোঃ রাকিবুল হাসান পিয়াল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের পূর্বে পদত্যাগ করেন এবং ভাইস চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়ালের হাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেন। উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত হবার পর থেকেই তিনি আগামী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন এবং সরকারি গাড়ী ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন ও প্রার্থী হিসেবে ভোট প্রার্থনাও করছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২০ মার্চ, ২০২৪ ১০:০৫ পূর্বাহ্ন