মানিকগঞ্জে পথচারী ও ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছেন 'লাভ ফর ব্লাড 'নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকে ব্যতিক্রমী এই সেবা প্রদান করে যাচ্ছেন এক ঝাঁক তরুণ তরুণী সমন্বয়ে গঠিত সংগঠনটি।
জানাগেছে, "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" এমন মানসিকতায় প্রতিষ্ঠা লগ্ন থেকে অসহায় ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে রক্তদান ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
সংগঠনের সাধারণ সম্পাদক শাফিনুর রহমান রাদ বলেন, আর্ত মানবতার সেবার ব্রতী নিয়ে একঝাক উদ্যোমী তরুণ তরুণীর সমন্বয়ে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ব্লাড গঠন করা হয়। প্রতিষ্ঠার লগ্ন থেকেই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সহ সেবামূলক নানা কর্মসূচি পালন করা হচ্ছে। প্রতিবছরের ন্যায় এ বছরও মানিকগঞ্জ 'ল কলেজ' এর সামনের রাস্তায় পহেলা রমজান থেকে ভাসমান জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
সংগঠনের সভাপতি সিয়াম খান বলেন, "মানবিক দায়বদ্ধতা থেকে আমরা একঝাঁক তরুণ রক্তদেয়ার পাশাপাশি দুই বছর যাবত পবিত্র মাহে রমজানে এই আয়োজন করে আসছি। রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ, মানবিক কার্যক্রমের মধ্যে দিয়ে তরুণ সমাজকে নৈতিক চিন্তায় উৎসাহিত করাই আমাদের মুল লক্ষ্য।
তিনি বলেন, ভাসমান দরিদ্র জনগোষ্ঠীকে নিয়মিত ইফতার করাতে পেরে আমরা আত্মতৃপ্তি খুঁজে পাই।
মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার শামীম আল মামুন বলেন, পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে লাভ ফর ব্লাড অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এমন মহৎ কর্মে সামর্থ্যবান সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।