২০টি গাজা গাছসহ আব্দুল লতিফ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার মানিকগঞ্জ সদর থানাধীন পূর্ব দাশড়া (রহমতপুর) গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, আব্দুল লতিফের ভোগ দখলীয় জমি হতে ২০(বিশ) টি কাঁচা গাঁজা গাছ উদ্ধার করা হয়। যার অনুমান বাজারমূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। এ ঘটনায় আব্দুল লতিফ (৫২) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আব্দুল লতিফ পূর্ব দাশড়া(রহমতপুর) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর আবুল কালাম স্বাক্ষরিতা প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, গ্রেফতারকৃত আব্দুল লতিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।