মানিকগঞ্জে ইসলাম বিদ্বেষী মন্তব্য করায় কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি এন্ড অপস বিভাগের সহকারী অধ্যাপক ডা: প্রতিমা রানী বিশ্বাসকে মহাখালী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে বদলি (ওএসডি) করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে ইস্যুকৃত ওই প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাকে তিন কর্ম দিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় চতুর্থ কর্ম দিবসে এই বদলী আদেশ স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জানা গেছে, গত ১৩ মার্চ ক্লাস চলাকালীন মহানবীকে (স) নিয়ে কটুক্তি, শিক্ষার্থীদের হিজাব খোলা বাধ্য করা, দাড়ি টুপি নিয়ে আপত্তিকর মন্তব্যসহ ইসলাম বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটান অধ্যাপক প্রতিমা রানী বিশ্বাস। অন্যাকাঙ্ক্ষিত এই স্পর্শকাতর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে গোটা শিক্ষাঙ্গন। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও ইন্টার্ন শিক্ষকরা তাৎক্ষণিকভাবে ওই শিক্ষিকার অপসারণসহ ৫ দফা দাবি সম্বলিত স্বারকলিপি পেশ করেন অধ্যক্ষের নিকট। যার প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষিকার সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।
এ বিষয়ে কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন জানান, শনিবার রাতেই বদলি আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপনের কপি পেয়েছেন সহকারী অধ্যাপক ডা: প্রতিমা রানী বিশ্বাস। তিনি কর্নেল মালেক মেডিকেল কলেজে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন । রাষ্ট্রীয় এই আদেশ দ্রুত কার্যকর হবে।