শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • মানিকগঞ্জে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৮ মার্চ, ২০২৪ ১২:৩৬ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

    মানিকগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
    রোববার (১৭ মার্চ) সকাল ৮ টায় জেলা প্রশাসক রেহেনা আক্তার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায়  শিশু সমাবেশ, বেলুন উড়ানো, ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‍্যালি শেষে সকাল সাড়ে ১০ টায় ১০৪ পাউন্ড ওজনের কেক কাটাসহ আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি রেহেনা আকতার বঙ্গবন্ধুর জীবনাদর্শের উপর বিশদ আলোকপাত করেন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে অনুরূপ কর্মসূচি পালিত হয়। 


    একই সময়ে মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিজয় মেলা মাঠ সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, বিপিএম, পিপিএম- বার।

     সকাল ১০ টায় কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। অতঃপর জেলা প্রাশাসন কর্তৃক আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণ কারেন পুলিশ সুপার। 

     র‌্যালি শেষে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনু্ষ্ঠানে যোগদান করেন তিনি। এসময় মানিকগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
     
    এছাড়া নারী ও শিশুদের জন্য বিনিয়োগ বৃদ্ধির আহবান জানিয়ে দিবসটি পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। 

     মানিকগঞ্জ সদর উপজেলার পাছবারইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিংগাইরে জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা , আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করে।

    পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা ইসলাম ও খোরশেদা বেগমের সভাপতিত্বে বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘ মানিকগঞ্জ  জেলা শাখার সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন।
    বিশেষ অতিথি ছিলেন পাছবারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনিরা সুলতানা, রুনা খানম, রুনা আক্তার, লিখন দাস, ঋতু রবি দাস প্রমুখ। 

    অভিন্ন কর্মসূচিতে জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক খোরশেদা বেগমের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প সহায়ক আছিয়া আক্তার এর সঞ্চালনায় আলোচনা করেন সহকারী শিক্ষক মো হযরত আলী, লাকী আক্তার, ফারহানা আক্তার, সাহিদা আক্তার, বারসিক কর্মী রিনা সিকদার প্রমুখ। 

    অন্যদিকে একই কর্মসূচিতে ঘিওরের শোলকুরা গ্রামের কৃষক গবেষক মাসুদ বিশ্বাস এর আঙিনায় প্রকৃতি পরিবেশ সুরক্ষায় শিশুরা মাটির চিত্রপটে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে ফিরে দেখে। এসময় উপস্থিত ছিলেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, বারসিক কর্মকর্তা সুধীর কুমার সরকার প্রমুখ। 

    বক্তারা বলেন, আজ থেকে ১০৪ বছর আগে বিশ্ব ইতিহাসের রাখাল রাজা বাংলাদেশের স্থপতিশেখ মুজিবুর রহমান  গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকেই ডানপিটে ও বহুমাত্রিক প্রতিভার অনন্য উদাহরণ সৃষ্টি করেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে বৃটিশ বিরোধী আন্দোলন, ভাষা সংগ্রামে নেতৃত্ব দেন। মহান স্বাধীনতা আন্দোলন তাঁর বলিষ্ঠ নেতৃত্ব দেশ স্বাধীনতা লাভ করেন। তাঁর নীতি আদর্শ ধারণ করে দেশ আজ এগিয়ে যাচ্ছে। আমরা তার আদর্শ নিয়ে  সমাজে নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক সহিংসতা প্রতিরোধে দূর্বার গতিতে এগিয়ে যেতে চাই।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৮ মার্চ, ২০২৪ ১২:৩৬ পূর্বাহ্ন