মানিকগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খান। আহতাবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রযেছেন।
এ বিষয়ে ভুক্তভোগীর মা মনোয়ারা খানম ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনের নামে মানিকগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে মানিকগঞ্জ শহরের নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহত হামজা খান পশ্চিম দাশড়া এলাকার মৃত জুলফিকার মালেকের ছেলে ও মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, হামজা খান নগর ভবন এলাকায় তার বাড়ির সামনে বন্ধু তাওহীদুলের সাথে কথা বলছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে সোহান রহমান (২৪), আদনান হোসেন (২৩), আমিনুর ইসলাম (২২), আব্দুল্লাহ আলদিন লিখন (২৫) সহ অজ্ঞাতনামা ২০-২৫ জন অতর্কিত হামলা করে। তারা বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড, গ্যাস পাইপ দিয়ে এলোপাতাড়িভাবে তাকে মারপিট করে।
এ বিষয়ে হামজা খান বলেন, সশস্ত্র সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে এসে আমার উপর অতর্কিত ভাবে হামলা চালায়। হামলাকারীরা অধিকাংশই মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা।
তিনি বলেন, আগামীতে আমি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থীতার ঘোষণা দিয়েছি। রাজনৈতিক প্রতিহিংসার বশবতি হয়ে আমার উপর বর্বোরচিত হামলা চালিয়েছে। আমার মাথায় সেলাই দেওয়া হয়েছে। পিঠ, এবং হাতে বেশ ক্ষত হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছি। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।