দেশ মাতৃকার সেভায় নিয়োজিত নিহত পুলিশ সদস্যদের স্মরণীয় করে রাখার লক্ষ্যে মানিকগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। এ সময় নিহত সদস্যদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শনিবার (৯ মার্চ) সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেড মিলনায়তনে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান (বিপিএম সেবা, পিপিএম বার) নিহত পুলিশ সদস্যদের প্রতি স্মরণ করে কাব্যিক উক্তিতে বলেন, "তোমাদের রক্তে ফোটে কৃষ্ণচূড়া,গোলাপ এবং জনতার মুখের হাসি"।

তিনি বলেন, দেশ মাতৃকার সেবায় নিয়োজিত থেকে যারা জীবন দিয়ে আমাদের সকলকে ঋণী করে গেছেন, সেই সকল বীর শহীদ পুলিশ সদস্যদের জানাই সালাম ও শ্রদ্ধা। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জঙ্গি দমন, মাদকমুক্ত বাংলা গড়ার লড়াই ও মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জীবন দানকারী সকল পুলিশ সদস্য হোক আগামীর বাংলার প্রেরণা।
এর আগে নিহত পুলিশ সদস্যদের স্মরণে যথাযথ মর্যাদায় ‘স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পদের সদস্যদগন উপস্থিতি ছিলেন।
