শিরোনাম
  • পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের বৃত্তি পেল সেরা ১৫ জন স্কুল ক্রিকেটার শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ, অ্যাসেম্বলি বন্ধ থাকবে সবার চাওয়া সুষ্ঠু ও পক্ষপাতহীন উপজেলা নির্বাচন: ইসি আহসান হাবিব  তরুণদের উদ্ভাবনী জ্ঞান ও বিজ্ঞানমনস্ক চিন্তাকে কাজে লাগাতে হবে : স্পিকার ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে :  কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে: পরিবেশমন্ত্রী  বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা ও ব্যাংককের পাঁচটি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর
  • ডিআরইউ শীতকালীন ব্যাডমিন্টন-২০২৪

    পুরুষ এককে হাবিবুর-নারী এককে লিসা চ্যাম্পিয়ন

    দ্বৈত মুকুট অর্জন লিসা-মানিকের

    নিজস্ব প্রতিবেদক

    ৮ মার্চ, ২০২৪ ০৭:৪৬ অপরাহ্ন

    পুরুষ এককে হাবিবুর-নারী এককে লিসা চ্যাম্পিয়ন

    ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ আয়োজিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন একাত্তর টিভির হাবিবুর রহমান। আর নারী এককে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা পুনরুদ্ধার করেন ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা।

    এ নিয়ে পুরুষ এককে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছেন হাবিবুর রহমান। আর নারী এককে তিন বারের মতো চ্যাম্পিয়ন হন মাকসুদা লিসা।

    বৃহস্পতিবার পুরুষ এককের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নাগরিক টিভির আবদুল্লাহ শাফিকে ২-১ সেটে পরাজিত করেন হাবিবুর রহমান। আর নারী এককের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ৭১ টিভির নাদিয়া শারমিনকে হারিয়েছেন মাকসুদা লিসা।

    পুরুষ দ্বৈতের ফাইনালে চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম - ইন্ডিপেডেন্ট টিভির মাজহারুল ইসলাম মিথুন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন নয়া দিগন্তের আবু সালেহ আকন-এশিয়ান টিভির রকিবুল ইসলাম মানিক জুটি।
    অপরদিকে মিশ্র দ্বৈতের ফাইনালে ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা -এশিয়ান টিভির রকিবুল ইসলাম মানিক জুটি একাত্তর টিভির নাদিয়া শারমিন -হাবিবুর রহমান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

    স্টাফদের দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ফিরোজ হাওলাদার-সিহাব জুটি।
    রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ'র সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরইউ'র সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, ক্রীড়া সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান, আন্তর্জাতিক ব্যাডমিন্টন রেফারি অহিদুজ্জামান রাজু, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনির সুমন, জাতীয় টেবিল টেনিস তারকা খেলোয়াড় সোনম সুলতানা সোমা এবং জাতীয় টেবিল টেনিস কোচ মোহাম্মদ আলী।
    দুই দিন ব্যাপী প্রতিযোগিতায় ডিআরইউ'র ৮০ জন খেলোয়াড় ৫টি ইভেন্টে অংশ গ্রহণ করেন।




    খেলাধুলা - এর আরো খবর