মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন- ২০২৪ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোনো স্থানীয় আইনজীবী ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৫ শতাধিক আইনজীবী উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল সভাপতিসহ ১১টি পদে জয়লাভ করেন। এই প্যানেলে বিজয়ীরা হলেন জসিম উদ্দিন আহম্মেদ (সভাপতি) তানিয়া আজাদ (সহ-সাধারণ সম্পাদক), আবুল খায়ের মুহাম্মদ আতোয়ার রহমান (অর্থ সম্পাদক), মুহাম্মদ শফিকুল ইসলাম জসিম (পাঠাগার সম্পাদক), মুহাম্মদ আরিফ হোসেন লিটন (ক্রীড়া সম্পাদক), সোলায়মান হোসেন সেন্টু (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), মো: মাইন উদ্দিন লিটন (নিরীক্ষক) এনামুল হক (সদস্য) ও মো: সোলায়মান কবির (সদস্য), ওমর ফারুক (সদস্য) ও মোঃ বুলবুল (সদস্য)।
অপরদিকে, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামী প্যানেল) মনোনীত প্রার্থীরা ৪টি পদে জয়লাভ করেন। বিজয়ীরা হলেন সহ-সভাপতি পদে আহসান হাবিব, সাধারণ সম্পাদক পদে মো: সরোয়ার হোসেন, নিরিক্ষক পদে মো: মোশাররফ হোসেন ও সদস্য পদে খন্দকার সুজন হোসেন।
২ বছর মেয়াদী নির্বাচনে ১৫ টি পদে ৩০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন বলে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রশিদ জানান।
এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীদের বিজয়ে তাৎক্ষণিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য ও জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা এবং সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।