ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশ অবচাঁপাইনবাবগঞ্জ গৌড়ের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায ঢাকা ইউনিভারসিটির বটতলা কলা ভবনে এ কাউন্সিল অনষ্ঠিত হয়। আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামের সঞ্চালনায় গৌড়ের আলোচনায় সর্বসম্মতিক্রমে ২০২৪-২০২৫ দুই বছরের জন্য ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যায়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থগার ব্যবস্থাপণা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ,সাধারণ সম্পাদক মনোনীত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী লেমন বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক পদে ঢাকা বিশ^বিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আব্দুল কাদির।উল্লেখ্য যে দীর্ঘদিন যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থী সমাজ এ সংগঠনের তৈরীর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য সব ধরণের সহযোগিতা করা হয় এবং যে কোন ধরনের সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ হয়।