চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলার কানসাটে দৈনিক নাগরিক ভাবনার অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার উপজেলা প্রতিনিধি রায়হান আলীর সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত উত্তরা প্রতিদিনের শিবগঞ্জ প্রতিিনপ হাফি রহমানজুর মানবজমিনের উপজেলা প্রতিনিধি ইমরান আলী, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, সহ সাধারণ সম্পাদক আলামিন, ক্যাশিয়ার ফরহাদ আলী, দৈনিক সময়ের কাগজের উপজেলা প্রতিনিধি আহসান হাবীব প্রমুখ।