সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সংকট নিরসনে অনশন ভেঙে বা অনশনরত অবস্থায় আলোচনায় বসতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার (২২ জানুয়ারি) রাতে শাবিপ্রবির শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ব্যক্তিগত কারণে আমি শাবিপ্রবিতে যেতে পারছি না। শিক্ষার্থীরা চাইলে আলোচনার জন্য আমার প্রতিনিধি দল সিলেটে যাবে। আর তারা যদি চায় আমার সঙ্গে আলোচনায় বসবে, তবে সে দরজা খোলা রয়েছে। যেকোনো সময়, যেকোনো দিন তারা আমার সঙ্গে বসতে পারবে। আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করা হবে।
মন্ত্রী বলেন, আমরা সবাই সমাধান চাই, তার জন্য আমাদের আলোচনায় বসা প্রয়োজন। আলোচনা সভায় বসার জন্য শিক্ষার্থীদের জন্য সব সময় দ্বার খোলা রয়েছে। তারা যখন চাইবেন তখনই আলোচনা হবে।
তিনি বলেন, আমরা অনশনরত শিক্ষার্থীদের খোঁজ-খবর নিচ্ছি। আহত ও অনশনরত অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, যারা আন্দোলন করছেন সেই শিক্ষার্থীদের সঙ্গে আমাদের রাজনৈতিক প্রতিনিধি দলের মাধ্যমে আমি কথা বলেছিলাম। তখন বলেছি আলোচনার মাধ্যমে সব সমাধান করা যায়। তারা বললো, ‘আমরা আজকেই আসতে চাই। আমরা এক ঘণ্টার মধ্যে জানাচ্ছি কারা কারা আসছি।’ কিন্তু তারা পরে জানিয়েছে অনশনরত বন্ধুদের রেখে তারা আসতে চায় না।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা আলোচনায় বসতে চেয়েও পিছিয়ে গেছে। এতে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে। তাদের আন্দোলনের পেছনে কেউ কাজ করছে কি না বা কারো ইন্ধন রয়েছে কি না, আমাদের তা জানা নেই।
তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। তার আগে শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। শুরুতে শিক্ষার্থীদের এক ধরনের দাবি থাকলো, পরে ভিসিকে সরানোর দাবিতে অনশন করছে। সব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন। শাবিপ্রবির শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে চলমান পরিস্থিতির সব বিষয়ে জানতে চাওয়া হয়। তারা সেসব বিষয় তুলে ধরেছেন।
আরেক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, গত ৪ বছর ধরে বর্তমান ভিসি সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছেন। এ সময় তার নেতৃত্বে অনেক ধরনের উন্নয়ন হয়েছে। গবেষণাসহ নানান দিকে বিশ্ববিদ্যালয় অনেক এগিয়েছে। পরে কেন শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ দাবিতে অনশন করছেন সেটি নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। শিক্ষার্থীদের কোনো বিষয়ে অসন্তোষ থাকলে আলোচনার মাধ্যমে সেটি সমাধান করা সম্ভব হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ্, ইউজিসি সদস্য ড. আলমগীর এবং বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ডুয়েটের উপাচার্য হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।