নামিদামী ব্র্যান্ডের বস্তায় নিম্নমানের চিনি ভরে বিক্রির অভিযোগে মেসার্স আল মাসুদ জেনারেল স্টোর নামে মানিকগঞ্জের এক ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রচলিত আইনে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করে ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায় অভিযানে অংশগ্রহণ করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন ঢালী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ অভিযানে অংশগ্রহণ করেন।
অভিযানে জব্দকৃত ২ হাজার ৫'শ কেজি চিনি সরকার কর্তৃক নির্ধারিত ১২৮ টাকা কেজি দরে বিক্রি নিশ্চিত করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল গণমাধ্যমকে জানান।