রোমান সরকার নামে এক এক মুদি দোকানদারের মরদেহ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সাটুরিয়া উপজেলার গাজিখালি নদীর পাড়ে চারিয়া এলাকার একটি লেবু বাগান থেকে ওই দোকানদারের নিথর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রউফ ওরফে রোমান সরকার সাটুরিয়া উপজেলার গাছবাড়ি গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রুহল্লি গ্রামের মুদি দোকানদার রোমান বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত এগারোটা পর্যন্ত দোকানে ছিল। সাড়ে ১১ টার দিকে দোকান বন্ধ দেখে পরিবারের সদস্যরা পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। না পেয়ে বিষয়টি সাটুরিয়া থানাকে অবহিত করে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মোল্লা জানান, রোমানের (৫০) লাশ গাজীখালী নদীর পাশে একটি লেবু বাগান থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি জানান, এ ঘটনায় র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩, জেলা গোয়েন্দা শাখা , পিবিআই ও সাটুলিয়া থানা কাজ করছে।
র্যাব-৪, মানিকগঞ্জ সিপিসি-৩ এর কমান্ডার লেফটেন্যান্ট আরিফ হোসেন ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান বলেন, এখন পর্যন্ত হত্যা রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে ।