পবিত্র রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে আগামী ১১ মার্চ হতে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই কার্যক্রম শুরু হচ্ছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১৩ ডিসেম্বর, জারিকৃত সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে: রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনপূর্বক আসন্ন পবিত্র রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া রমজানের প্রথম ১৫ দিন সরকারি-বেসরকারি কলেজগুলো খোলা থাকবে বলে জানা গেছে।