ফেনীর ফরহাদ নগরে কবি ও গীতিকার নজরুল ইসলাম বাঙ্গালি'র বাসভবন কবিতাঙ্গনে শীতকালীন কবিতার আড্ডা ও খেজুররস'র পায়েস উৎসব অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম ইসলাম বাঙ্গালির সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শাহাজাহান মজুমদার'র সঞ্চালনায় ২১ জানুয়ারি শুক্রবার বিকেলে কবিতা আড্ডায় স্বরচিত কবিতাপাঠ করেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি কবি উত্তম দেবনাথ, ফেনী জেলা কমিটির সভাপতি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক কবি রফিকুল ইসলাম, কবি গাজী মোহাম্মদ হানিফ, এফ আই ফিরোজী, সাইফ ফরহাদী, শাহাদাত হোসেন চৌধুরী, মোজাম্মেল হোসেন, আবদুস সালাম ফরায়েজি, সাইফুল ইসলাম, গাজী মাসুদ রানা প্রমূখ।
অনুষ্ঠানে বক্তব্য গান ও নৃত্য পরিবেশন করেন- কবি নাসরিন জাহান রীনা, সালেহা খানম ও নুসরাত চৌধুরী।