সৌদি আরবের ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ২০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সিনিয়র সহ সভাপতি সহিদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি সাংবাদিক নেতা এন এন জীবনের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উপদেষ্টা আবদুল কুদ্দুস বিক্রম, স্টার লাইন পত্রিকার সহ-সম্পাদক জসিম মাহমুদ, বন্ধুরবন্ধন ফেনী জেলার সভাপতি শাফায়েত উল্যাহ।
অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল হক ভূঞা রবিন, সেরাজেম এর ব্যবস্থাপনা পরিচালক ওলি উল্ল্যা খোকন, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সহ অর্থ সম্পাদক আলমগীর হোসেনও প্রচার সম্পাদক শাহাজাহান সাজু, প্রতিনিধি সম্নয়ক ইমাম উদ্দিন শাওন ও গাজী শাহ আলম মজুমদার হিমেল, চিত্র সাংবাদিক দুলাল তালুকদার প্রমুখ।
শেষে উপস্থিত অতিথিবৃন্দ গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সহ-সভাপতি নাসির উদ্দিন জানান, এই কর্মসূচির আওতায় ফোরামের উদ্যোগে জেলার ছয়টি উপজেলার বিভিন্ন এতিম খানা, অসহায় ও প্রতিবন্ধী লোকজন মাঝে বিনামূল্যে প্রায় দুই হাজার শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।