পাইকগাছা উপজেলা পরিষদের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন খুলনা জেলা পরিষদের কর্মকর্তারা। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামানের নেতৃত্বে কর্মকর্তারা বুধবার সকালে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবন সহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
এর আগে কর্মকর্তারা ইউএনও’র সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্ত মমতাজ বেগম, জেলা পরিষদের সচিব বিশ^পদ পাল, জেলা পরিষদ সদস্য জহুরুল হক বাচ্চু ও প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান।