ফেনীর সোনাগাজী উপজেলাধীন চরদরবেশ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর চরদরবেশ নামক স্থানে অবৈধভাবে ও বিনা অনুমতিতে এক্সকেভেটর মেশিনের মাধ্যমে কৃষি জমির মাটি কাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় ১টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে সোনাগাজীর প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এরকম বিষয় সাথে সাথে এসিল্যান্ডকে জানাতে অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সোনাগাজীর সহকারী কমিশনার (ভুমি) লিখন বণিক।