অবৈধভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের অভিযোগে মানিকগঞ্জের ৬ টি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ এবং ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় ৪টি ভাটার ইট পোড়ানো চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা এবং মানিকগঞ্জ জেলা কার্যালয় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি তামজীদ আহমেদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ডঃ মো: ইউসুফ আলী, সহকারী পরিচালক (সিনিয়র কেমিস্ট) একেএম ছামিউল আলম কুরসি, পরিদর্শক মো: আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ শামসুর রহমান উপস্থিত ছিলেন।
ডঃ মো: ইউসুফ আলী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন( নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা অনুযায়ী সদর উপজেলার আউটপাড়া এলাকার আলী ব্রিক্সস, হিজলাইনের এস এম এস ব্রিক্স, লেবু বাড়ির এমিকা ব্রিক্স, হাসলি এলাকার একতা ব্রিক্সকে ৫ লাখ টাকা এবং পূর্ব হাসলী এলাকার এ এ সি ও আলমনগর ব্রিকসকে ৬ লাখ টাকা সহ মোট ৩২ লাখ টাকা জরিমান করে ভ্রাম্যমান আদালত। এ সময় ঐ সকল ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়। গুঁড়িয়ে দেওয়া হয় ইট পোড়ানো চুল্লীর একাংশ।
তিনি বলেন, মানিকগঞ্জের ১৩৪টি ইট ভাটা রয়েছে। এর মধ্যে অবৈধ ভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান শুরু করেছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ভাটা বন্ধ করা হবে। অভিযান পরিচালনায় সহায়তা করেন জেলা পুলিশের একটি টিম।