বাংলাদেশ খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারী ) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সদর উপজেলার পূর্ব মিতরা গ্রামের মাদরাসা নুরুল ক্বোরআন ওয়াসসুন্নাহ মিলনায়তনে কর্মীদের নিয়ে এই মজলিস অনুষ্ঠিত হয়।
মুফতি আব্দুল্লাহ আল ফিরোজের সভাপতিত্বে এবং মুফতি মহিউদ্দিন কাসেমী ও ডা. ফরিদ হানাফীর সঞ্চালনায় প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথির আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুক্ত মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা শাহ্ সাঈদ নূর পীর সাহেব মানিকগঞ্জ , হযরত মাওলানা দ্বীন মুহাম্মাদ পীর সাহেব জায়গীর, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামূল হক মুসা, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক ও উচ্চতর পরিষদ সদস্য মাওলানা শরিফুজ্জামান জসিম, বাংলাদেশ খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা জায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি মাসউদুর রহমান আইয়ুবী, বাংলাদেশ যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল্লাহ আল মাহমুদ, সহ-সভাপতি শাহ আলম, প্রশিক্ষণ বিভাগ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রমজান মাহমুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন মুফতি আব্দুল কারিম কাসেমী, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা শামীম হোসাইন, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা আনোয়ার হুসাইন, মাওলানা দেলোয়ার হোসেন, মুফতি আলমগীর হোসেন রাশেদী, মাওলানা তরিকুল ইসলাম, হাফেজ হাসিবুল করিম, হাফেজ আব্দুর রউফ সাহরাইল, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।