সিংগাইরে পরকীয়া প্রেম সংক্রান্ত পারিবারিক কলহের জের ধরে শাশুড়িকে খুন করার অপরাধে নববধূকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। গ্রেফতারকৃত গৃহবধূ আইরিন (১৯) হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আলীর চর গ্রামের সিদ্দিক মোল্লার কন্যা। ৩ মাস আগে নিহত শাশুড়ি তোহরা বেগমের প্রবাসী ছেলে উজ্জ্বল বিশ্বাসের সাথে বিয়ে হয়।
মঙ্গলবার (৯ জানুয়ারী) দিবাগত রাত অনুমান ২ টার দিকে সিংগাইর উপজেলার মাটিকাটা গ্রামের জনৈক সোনামুউদ্দিনের বাড়ীতে নববধূ কর্তৃক শাশুড়ি হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মাস তিনেক আগে পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার রামকৃষ্ণ ইউনিয়নের আলীর চর গ্রামের সিদ্দিক মোল্লার মেয়ে আইরিন আক্তারের (১৯) সাথে সোনামুউদ্দিন এর ছেলে উজ্জ্বল বিশ্বাসের বিয়ে হয়। মালয়েশিয়া প্রবাসী উজ্জ্বল চার মাস ছুটি কাটানোর পর গত ২ জানুয়ারী মালয়েশিয়া পাড়ি জমায়। মঙ্গলবার গভীর রাতে নিজ ঘরে শাশুড়ি তোহরা বেগমকে (৫৫) খুন করা হয়। এ সময় আহত হন শশুর সুনামুদ্দিন।
নিহত তহুরার নিকটাত্মীয়রা জানান, আইরিনের সাথে হরিরামপুর উপজেলার এক কলেজ শিক্ষকের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই পরকীয়া প্রেমিক শিক্ষক ও আইরিন পরস্পর যোগ সাজসে শাশুড়ি তোহরাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক সাজা চাই।
নিহত তোহরার বোন বলেন, হত্যাকারীরা টর্চ লাইট দিয়ে মাথায় উপযুক্ত করে আঘাত করে আমার বোনকে নির্মমভাবে খুন করেছে। হত্যার আগে আমার বোন ও দুলাভাইকে ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়। সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম জানান, হত্যার অভিযোগ আইরিন নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বুধবার সকালে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।