দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ -৩ আসনে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর নিকট হেরে গিয়ে পরাজয় বরণ করলেন মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ২ বার নির্বাচিত এমপি জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। মানিকগঞ্জ -১ আসনে আওয়ামীলীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) এসএম জাহিদ।
রোববার (৭ জানুয়ারি) রাতে মানিকগঞ্জের রিটার্নিং অফিসার রেহেনা আক্তার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী মানিকগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ মালেক ১ লাখ ২৬ হাজার ৭'শ ২০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে মফিজুল ইসলাম খান কামাল পেয়েছেন ৫ হাজার ৩'শ ৯১ ভোট।
মানিকগঞ্জ-১ আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এসএম জাহিদ ৮৬ হাজার ৯'শ ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিবন্ধী লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল আলম রুবেল পেয়েছেন ৩৮ হাজার ৯'শ ৪২ ভোট।
মানিকগঞ্জ-২ আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু ৮৮ হাজার ৩'শ ৯ ভোট পেয়ে বেশরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি পেয়েছেন ৮২ হাজার ১'শ ৩৮ ভোট। মানিকগঞ্জের ৩টি আসনের ৫১৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিকে বেসরকারি ফলাফল ঘোষণার পর হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো: রমজান আলীর বাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার শিকার রমজান বলেন, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সমর্থক একদল চিহ্নিত সন্ত্রাসী আমার বাড়িতে আকর্ষিক হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। বিষয়টি আমি জাতীয় পরিষেবা ৯৯৯ এ ফোন করলে হরিরামপুর থানার ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতির টের পেয়ে ও এলাকাবাসীর ধাওয়া খেয়ে হামলাকারিরা পালিয়ে যায়।