গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও বিজিবি'র টহল পিকআপের সংঘর্ষে আহত বিজিবির পিকআপ চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত হয়েছেন বিজিবির পাঁচ সদস্যসহ সাতজন।
শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে সদরের রাইচমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মহম্মদ সাজ্জাদ হোসেন জানান, আহতাবস্থায় বিজিবির পিকআপচালক মুন্নাকে (২০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে জে আর পরিবহণ নামের একটি যাত্রীবাহি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিলো। পথে বাসটি রাইচমিল এলাকায় পৌছিলের হঠাৎ করে পলাশবাড়ীর দিকে আসা বিজিবি বহনকারী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপটি ক্ষতিগ্রস্ত হয়। এসময় আহত হয় পিকআপে থাকা ৫ বিজিবির সদস্যসহ মোট ৮ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।