নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে পালিত হয়েছে যীশু খ্রীষ্টের জন্মদিন (শুভ বড়দিন)।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে শহরের পশ্চিম বান্দুটিয়া এবং মানিকগঞ্জ এ্যাসেম্বলী অব গর্ড চার্জে কেক কেটে দিবসটির শুভ সূচনা করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ সহ খ্রিষ্ট ধর্মাবলম্বী বিপদ সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
পশ্চিম বান্দুটিয়া ক্রিস্টান চার্চের রেভারেন্ট এডওয়ার্ড এস জামানের আঙিনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন নানা ধর্মের বিপুলসংখ্যক নারী পুরুষ।
এস জামান বলেন, যীশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হয়েছে।
আমন্ত্রিত প্রধান অতিথি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন বলেন, বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে পালনের সুব্যবস্থা করেছেন।
পরে চার্জের পক্ষ থেকে মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খানকে (পিপিএম বার) শুভেচ্ছা উপহার পৌছে দেওয়া হয়। পুলিশ সুপারের পক্ষে উপহার গ্রহণ করেন মানিকগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিল হোসেন।