শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ৪৬তম বিসিএসের দরখাস্তের সময়সীমা ২ মাস বৃদ্ধি করার দাবি

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ ডিসেম্বর, ২০২৩ ০৭:৩৩ অপরাহ্ন

    ৪৬তম বিসিএসের দরখাস্তের সময়সীমা ২ মাস বৃদ্ধি করার দাবি

    ৪৬তম বিসিএস-এর দরখাস্তের সময়সীমা ২ মাস বৃদ্ধি করার দাবি উঠেছে। সংশ্লিষ্ট বিসিএস পরীক্ষার্থী ও বিশেষজ্ঞরা এই দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্তৃক গত ৩০ নভেম্বর ২০২৩ তারিখে ৪৬ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উক্ত বিসিএস পরীক্ষায় আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। ৪৬ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, যেসকল প্রার্থী আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে তাদের গ্রাজুয়েশনের সর্বশেষ পরীক্ষা সম্পন্ন করতে পারবে তারাই শুধু এ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কিন্তু গত নভেম্বর ২০২৩ মাসের শুরু থেকে দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ সকল পরীক্ষা গ্রহণ করা সম্ভব হবেনা। যে সকল ছাত্র ছাত্রী বর্তমানে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর্যায়ে রয়েছে কোভিড-১৯ এর কারনে তাদের পড়াশুনা এমনিতেই পিছিয়ে গেছে তারপর এবারের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় তারা যদি এবারের ৪৬ তম বিসিএস পরীক্ষায় অবতীর্ন হতে না পারে তাহলে বিশ্ববিদ্যালয় পর্যায়ের এ ধরনের হাজার হাজার ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হবে।

    দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে ৪৫ তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা যেমন ২৭ নভেম্বর ২০২৩ থেকে প্রায় ২ মাস পিছিয়ে ২১/২৩ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা শোনা যাচ্ছে। একইভাবে যেহেতু একই রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে হাজার হাজার ছাত্র ছাত্রীর গ্রাজুয়েশন শেষ করতে অন্তত ২ মাস দেরি হচ্ছে তাই ৪৬তম বিসিএস-এর দরখাস্ত করার সময়সীমা ২ মাস বৃদ্ধি করা যেতে পারে। যদি একান্তভাবে তা সম্ভব না হয় তাহলে অবতীর্ণ পরীক্ষার্থী হিসেবে যারা ৪৬ তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের পরীক্ষায় অবতীর্ন হওয়ার সর্বশেষ তারিখ দুই মাস বাড়িয়ে ফেব্রুয়ারী ২০২৪ করা যেতে পারে।

    উল্লেখ করা যেতে পারে যে, বর্তমানে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় অবতীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে অত্যন্ত কড়াকড়িভাবে কাগজপত্র অনুসন্ধান করছে। সম্প্রতি যে বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সেখানে শুধুমাত্র অবতীর্ন হওয়ার ত্রুটির কারণে চূড়ান্তভাবে মনোনীত পররাষ্ট্র ক্যাডারের ২ জন এবং প্রশাসন ক্যাডারের ২ জন সহ মোট ৪ জন কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে।

    বাংলাদেশ সরকারি কর্মকমিশন যেহেতু অবতীর্ণ হওয়ার তারিখের ব্যাপারে আইনানুগ কড়াকড়ি আরোপ করছে একইভাবে ছাত্র ছাত্রীদের কোন দোষ না থাকায় নির্বাচনের কারণে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রেক্ষিতে তাদেরকে ২ মাসের অতিরিক্ত সময় প্রদান করা একান্তভাবেই যৌক্তিক।


    এখানে আরো উল্লেখ্য যে, এবছরের নির্বাচনের কারণে যে বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে অন্যান্য বিসিএস পরীক্ষার ক্ষেত্রে সে ধরনের পরিস্থিতির সৃষ্টি হবেনা। একারণে ন্যায় বিচারের স্বার্থে এবারের ৪৬ তম বিসিএস পরীক্ষায় আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা অথবা সর্বশেষ পরীক্ষায় অবতীর্ন হওয়ার সময়সীমা ২ মাস বাড়িয়ে দেয়া যেতে পারে।

    আরেকটা বিষয় হচ্ছে ৪৪তম বিসিএস-এর দরখাস্ত করার সময়সীমা দুইবার বৃদ্ধি করা হয়। বিজ্ঞপ্তিতে ৩১ ডিসেম্বর ২০২১ উল্লেখ ছিল। পরে প্রথমবার ৩১ জানুয়ারি ২০২২ পর্যন্ত বাড়ানো হয়। দ্বিতীয়বার ২ মার্চ ২০২২ পর্যন্ত বাড়ানো হয়।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    ২৫ ডিসেম্বর, ২০২৩ ০৭:৩৩ অপরাহ্ন

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ২৫ ডিসেম্বর, ২০২৩ ০৭:৩৩ অপরাহ্ন