বিজয়ের শেষ ক্ষণে চাঁপাইনবাবগঞ্জকে শত্রু মুক্ত করতে গিয়ে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শাহাদত বরণ করেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর। চাঁপাইনবাবগঞ্জবাসী আজ গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির এ শ্রেষ্ঠ সন্তানের ৫২তম শাহাদতবার্ষিকী পালন করেছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় মহানন্দা নদীর তীরে রেহায়চরে জাহাঙ্গীরের শাহাদত বরণের স্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার ছাইদুল হাসান,জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনসহ বীর মুক্তিযোদ্ধারা।পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টেনিস কোর্টে ককটেল বিস্ফোরণ: চাঁপাইনবাবগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টেনিস কোর্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার রাত সাতটার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থাকা টেনিস কোর্টে দূর্বৃৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ।ঘটনার পর ওই এলাকা পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার ছাইদুল হাসানসহ জেলা ও দায়রা জজ আদিব আলী।এর আগে চাঁপাইনবাবগঞ্জ অফিসার্স ক্লাবের টেনিস কোর্টেও একই রকম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান জানান, আতঙ্ক ছড়াতে দূবৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, তাদের সনাক্ত ও গ্রেফতারে আমরা চেষ্টা করছি।