মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃংখলা ও মাদক বিরোধী মোটিভেশনাল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, দৌলতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ
রেহানা বেগম, ধামশ্বর ইউপি চেয়ারম্যান এ্যাড: ইদ্রিস আলী, জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ্ সরকার, খলসী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, কলিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু, সম্পাদক এ.বি.খান বাবু, বনিক সমিতির সভাপতি বাবুল আকক্তার টিপু,
উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান মিন্টু প্রমুখ।