প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকায় মানবকল্যাণ কাজেও নিয়োজিত থাকেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। অসহায়-দরিদ্র মানুষের পাশে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন তিনি। এরই অংশ হিসেবে সম্প্রতি খুলনার পাইকগাছার হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাণিজ্য সচিবের এ সমাজসেবামূলক কর্মকান্ডকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। একইভাবে অসহায় মানুষের পাশে বিত্তবানরা সহায়তার হাত বাড়ানোর আহবান জানান তারা।