আসাদুজ্জামান,গাজীপুর।।
“চাকরি নয় সেবা” এই স্লোগানকে সামনে রেখে এবার গাজীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল ( টিআরসি) নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭১ জন। প্রথমবারের মতো এবারই সবচেয়ে সচ্ছ পদ্ধতিতে মেধার ভিক্তিতে নির্বাচিতদের বেছে নেয়া হয়। আর সচ্ছ প্রক্রিয়া নিশ্চিতে সামনে থেকে নের্তৃত্ব দিয়েছেন সৎ ও সজ্জন হিসেবে পরিচিত পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ্ শফিক। সরকারি এ চাকরি পেতে একজন ব্যক্তির খরচ হয়েছে মাত্র ১০০ টাকা।
প্রথম অবস্থায় প্রার্থীদের আবেদন শেষে পুলিশ হেডকোয়ার্টার্স প্রিলিমিনারি স্কিনিং করে ২৮৪০ জন নারী ও পুরুষ প্রার্থীকে গাজীপুর জেলার জন্য নির্বাচিত করে।
গত সেপ্টেম্বরে জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) দের ১ম দিনের ইভেন্ট শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে ১০৭৩ জন প্রাথমিকভাবে নির্বাচিত করেন গাজীপুুর জেলা পুলিশ নিয়োগ বোর্ড।
পরে ৩০ সেপ্টেম্বর ২য় দিনের ইভেন্ট দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা শেষে ৭১৭ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়।
৩১ সেপ্টেম্বর ৩য় দিনের ইভেন্ট দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং এর মধ্য দিয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) দের শারীরিক সক্ষমতা ও মাঠ পরীক্ষা শেষ হয়। মাঠ পরীক্ষা শেষে ৫৮৭ জনকে লিখিত পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করে নিয়োগ বোর্ড কমিটি।
এবং গত ১ অক্টোবর ট্রেনিং রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) লিখিত পরীক্ষা সম্পন্ন হয় এবং ৮অক্টোবর চুড়ান্তভাবে উত্তীর্ণদের নাম ঘোষনা করে নিয়োগ বোর্ড। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মনস্তাত্ত্বিক ও মোখিক পরীক্ষা গ্রহণ করেন নিয়োগ বোর্ড। গাজীপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি (সাধারণ, মুক্তিযোদ্ধা, আনসার ও ভিডিপি, এতিম, পোষ্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা) অনুসরণ করে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী সর্ব মোট ৭১ (সাধারণ-৫২, মুক্তিযোদ্ধা-১২, আনসার ও ভিডিপি-০১ এবং পোষ্য-০৬) জনকে চুড়ান্তভাবে নির্বাচিত করে গাজীপুর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ড কমিট ফলাফল ঘোষণা করেন।

নিয়োগ বোর্ডের সভাপতি এস. এম শফিউল্লাহ্ বিপিএম, পুলিশ সুপার, গাজীপুর বলেন-আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগকে অত্যন্ত সততা, দক্ষতা, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছাতার সাথে মাত্র ১০০ টাকা সরকারের কোষাগারে জমা প্রদানের মাধ্যমে ৭১ জনকে প্রার্থীকে চুড়ান্ত প্রথমিকভাবে নিয়োগ প্রদান করেছি। প্রাথমিকভাবে নিয়োগ প্রাপ্ত প্রার্থী ও তাদের অভিভাবকরা চাকরি পেয়ে অভিভুত।