উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বিশ্ববরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি, বিশিষ্ট শিল্পপতি সাবেক এমপি এস এম আব্দুল মান্নান এবং ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম সহ ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে দলীয় মনোনয়ন না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন মানিকগঞ্জ-১ আসনের এমপি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমুর রহমান দুর্জয়। অবশ্য এই আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ের প্রত্যাশায় বাদ্যযন্ত্র বাজিয়ে ব্যাপক শোডাউন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা সালাউদ্দিন মাহমুদ। তিনি এস এম জাহিদ নামে পরিচিত।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ-১ (নির্বাচনী এলাকা-১৬৮) আসনে মো: আব্দুস সালাম (আওয়ামী লীগ), দীন মোহাম্মদ খান (জাকের পার্টি), মোঃ আব্দুল আলী বেপারী (স্বতন্ত্র), মোহাম্মদ জহিরুল আলম রুবেল (জাতীয় পার্টি), মো: আফজাল (জাতীয় পার্টি জেপি), মোনায়েম খান (বিএনএম), আফজাল হোসেন খান জকি (জাসদ), মো: হাসান সাঈদ (জাতীয় পার্টি), মো: শাজাহান খান (গণফ্রন্ট) ও সালাউদ্দিন মাহমুদ (স্বতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেছেন।
মানিকগঞ্জ ২ আসনে : (নির্বাচনী এলাকা -১৬৯) ফেরদৌস আহমেদ আসিফ (বাংলাদেশ তরিকত ফেডারেশন),এ কে এম ইকবাল (বিএনএম), মমতাজ বেগম (বাংলাদেশ আওয়ামীলীগ), মো জাকির হোসেন (বাংলাদেশ কংগ্রেস), এস এম আব্দুল মান্নান (জাতীয় পার্টি) মো: রফিকুল ইসলাম সিদ্দিকী (জাসদ), মোহাম্মদ জসীমউদ্দীন (তৃণমূল বিএনপি), শাহাবুদ্দিন আহমেদ (স্বতন্ত্র), দেওয়ান জাহিদ আহমেদ (স্বতন্ত্র), সারোয়ার আলম (বাংলাদেশ আওয়ামী লীগ) ও দেওয়ান সফিউল আরেফিন (স্বতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেন।
মানিকগঞ্জ-৩ (সংসদীয় এলাকা-১৭০) আসনে মুশফিকুর রহমান খান (স্বতন্ত্র), একে মহিদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), তানভীর হাসান (কৃষক শ্রমিক জনতা লীগ), জাহিদ মালেক (বাংলাদেশ আওয়ামী লীগ), দীন মোহাম্মদ খান (জাকের পার্টি), মোহা: জহিরুল আলম রুবেল (জাতীয় পার্টি), মফিজুল ইসলাম খান কামাল (গনফোরাম), এ খালেক দেওয়ান (বিএনএম), মোছা: ছাবিনা বেগম (বাংলাদেশ কংগ্রেস), সৈয়দ সারোয়ার হোসেন চৌধুরী (জাসদ), মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (তৃণমূল-বিএনপি) ও এম হবি উল্লাহ (কৃষক শ্রমিক জনতা লীগ) মনোনয়নপত্র দাখিল করেছেন।