সিংগাইরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ ১০ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের হেফাজতে থাকা লুন্ঠিত মালামাল উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ।
বুধবার (২৯ নভেম্বর) সকালে গ্রেফতারকৃত ডাকাত দলের ৬ সদস্যকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার গণমাধ্যমকে জানান।
পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর দিবাগত রাত অনুমান ৩ ঘটিকায় সিংগাইর থানাধীন ধল্লা ইউনিয়নের গাজিন্দা (হঠাৎপাড়া) গ্রামের সৌদি প্রবাসী জুয়েল রানার বসতবাড়িতে ডাকাতি সংগঠিত হয়। এ বিষয়ে সিংগাইর থানায় মামলা রুজু হয়। ডাকাতির ঘটনার ৩ দিনের মধ্যে এক নারীসহ ১০ ডাকাতকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মিজানুর ইসলাম জানান, ডাকাতির ঘটনার ৩ দিনের মধ্যেই সিংগাইর থানাধীন ধল্লা ইউনিয়নে অভিযান চালিয়ে ডাকাতি মামলার সাথে সম্পৃক্ত দূধর্ষ ডাকাত এবং আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ সেলিম মিয়া ওরফে সলিম খানকে (৪৮) গ্রেফতার করা হয়। বর্ণিত ডাকাত মোঃ সেলিম মিয়াকে জিজ্ঞাসাবাদ জন্য ২৪ নভেম্বর ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করে সিংগাইর থানা পুলিশ। বিজ্ঞ আদালতের মাধ্যমে ২দিনের পুলিশ রিমান্ড প্রাপ্ত হয়ে সেলিম মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি মামলার সাথে সম্পৃক্ত দূধর্ষ ডাকাত এবং আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মালেক (২৬), মোঃ আলেক হোসেন (২১) ও সুমা আক্তার ওরফ সুমী ও তানিয়াকে (২৫) গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা লুন্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।