ঘিওরে অবৈধ ট্রাক্টর (ট্রলি) চাপায় আসিবুল (২২) বামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সে দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের ফজলুর রহমানের পুত্র। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ঘিওর থানার তেরশ্রী মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বরংগাইল টু টাংগাইল আঞ্চলিক মহাসড়কে মাটি/বালু পরিবহনে নিয়োজিত সবুজ রংয়ের ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত মোটর সাইকেল আরোহীকে স্থানীয় জনতা উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ঘিওর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আমিনুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত ট্রলি ও মোটর সাইকেল পুলিশ জব্দ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।