নারীবান্ধব সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে এবং "নারী-পুরুষে বৈষম্য হ্রাস করি, নারীবান্ধব সমাজ গড়ি" এই স্লোগানে মানিকগঞ্জে সাংস্কৃতিক কর্মীদের সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই কর্মশালা ও লোকজ গানের আসর অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ গ্রামীন শিল্পী সংস্থার সভাপতি বাউল আক্কাসের সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়ের সঞ্চালনায় কর্মসূচির ধারণা উপস্থাপন করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম। সহায়ক হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার সেলিনা সাইয়েদা সুলতানা আক্তার।
আরও বক্তৃতা করেন বিশিষ্ঠ সাংস্কৃতিক ও পরিবেশকর্মী এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, উপমহাদেশের প্রখ্যাত লোক কবিয়াল সাইদুর রহমান বয়াতী, অধ্যাপক মনোয়ার হোসেন, গান ও ছন্দের ভাষায় তালে তালে কথা রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, বৈদ্যনাথ সরকার, দেওয়ান পিপল আক্তার, মো.আনোয়ার হোসেন, মো.বাদল মিয়া প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাবু, বারসিক কর্মকর্তা শিমুল কুমার বিশ্বাস, রাশেদা আক্তার, ঋতু রবি দাস প্রমুখ।
বক্তারা বলেন গ্রামের মাটি ও ধূলিকণা আমাদের গায়ে মিশে আছে, তাই মা মাটির সুগন্ধি নিয়ে সমাজে বাল্য বিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনসহ নানা ধরনের সামাজিক সহিংসতার বিরুদ্ধে গানের ভাষায় সচেতনতার বার্তা দিয়ে যাই। আমরা চাই ন্যায্যতার ভিত্তিতে নারী পুরুষে একসাথে কাজ করলে সমাজ ও সংসারে শান্তি আসবে।