রাজবাড়ীতে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছে। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম মেহেদী প্রামাণিক (২০)। তার বাবার নাম আবজাল প্রামাণিক। মেহেদীর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষ্মীপুর গ্রামে। তিনি একটি বেসরকারি কোম্পানীতে (নেভি সিগারেট বিক্রয়কর্মী) চাকুরি করতেন। প্রত্যক্ষদর্শী কাত্তিক দাস ও মহসিন রেজা বলেন, মেহেদী একটি সিগারেট কোম্পানীর বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। তিনি বাইসাইকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার থেকে শহরে ফিরতে ছিলেন। শহরের পাবলিক হেলথ মোড়ে মসজিদেও বিপরীতে পাশে আসার পর তাঁর হাতের বামপাশে একটি ইজিবাইক যাচ্ছিলো। এসময় পিছন থেকে আসা একটি ট্রাক (যশোর ট ১১-৪১১৪) তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে তিনি পিষ্ট হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলেই ওই যুবক মারা গেছেন। হাসপাতালে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, শহরের বড়পুল থেকে ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। এবিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।