গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ থেকে সন্ত্রাসীরা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-আইডিইবি ভবনে ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সাভারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সাভার- ধামরাই সাংগঠনিক জেলা শাখা।
পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডোর সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সাভার-ধামরাই সাংগঠনিক জেলা শাখা'র (সভাপতি) ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম সহ অনেকেই।
বক্তব্যে তিনি বলেন গত ২৮ অক্টোবর বিএনপি'র মহা সমাবেশে, আইডিইবি ভবনে ভাংচুর এবং গাড়িতে অগ্নি-সংযোজন করে ব্যাপক ক্ষতি সাধন করেছে, এ ধরনের ক্ষতি হলে আমারা আর কিছুতেই বদ্ধস্ত করবোনা আমরা পতিরোধ করতে চেষ্টা করবো।