রাজবাড়ীর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করলেন ইফতেখারুল আলম প্রধান। ২৭ অক্টোবর শুক্রবার দুপুরে তিনি রাজবাড়ী থানার বিদায়ী ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনের কাছ থেকে চার্জ বুঝে নেন।
এর আগে তিনি রাজবাড়ী জেলার পাংশা থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
ইফতেখারুল আলম প্রধান দিনাজপুর পৌরসভার লালবাগ এলাকার বাসিন্দা। 'দৈনিক জাগো কন্ঠ পত্রিকা, থেকে তার কাছে জানতে চাইলে তিনি জানান, ২০১০ সালের ১ জুলাই তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ধানমন্ডি থানা। ২০২০ সালে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। এরপর তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে রাজবাড়ী থানায় যোগদান করেন। রাজবাড়ী থানার (ওসি) তদন্ত হিসেবে চাকরি করা কালীন তিনি সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন। এখান থেকে প্রায় ১৪ মাস পর তিনি রাজবাড়ী জেলার পাংশা থানার ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন। পাংশা থানার ওসি (তদন্ত) হিসেবে প্রায় এক বছর কর্মরত ছিলেন। এরপর তিনি আবার রাজবাড়ী সদর থানার (ওসি) হিসেবে যোগদান করেন,জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে সকলে সহযোগিতা কামনা করেন।