রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকের একটি পাহাড়ে এক মাসের ব্যবধানে আরও একটি রিসোর্ট আগুনে পুড়ে গেছে। গত বুধবাঃর রাত ৩টার দিকে কংলাক পাহাড়ের ‘রক প্যারাডাইস রিসোর্টে’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম।
তিনি বলেন “তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী এবং স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।”
দীঘিনালা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরনবী বলেন, প্রচণ্ড বাতাস ও পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। এতে রক প্যারাডাইস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে।
এই ঘটনাকে ‘নাশকতা’ দাবি করে রিসোর্ট মালিক ওমর হোসেন বিঝু বলেন, কেরোসিন ঢেলে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। দ্রুত আগুন ছড়ালে আরও ১০টি রিসোর্ট পুড়ে যেত।
মাসখানেক আগে রক প্যারাডাইস রিসোর্টে মোবাইল চুরির দায়ে স্থানীয় এক যুবক এলাকা থেকে বিতাড়িত হয়। প্রতিহিংসাপরায়ণ হয়ে সে এই ঘটনা ঘটিয়েছে।
এর আগে গত ২ ডিসেম্বর রাতে রাঙামাটির পাহাড়ের কোলে এই পর্যটন এলাকায় তিনটি রিসোর্ট, একটি রেঁস্তোরা এবং একটি বসতবাড়ি আগুনে পুড়ে যায়।