ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে (রাত ২ টার দিকে) সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেষ্টুরেন্টের বিল্ডিংয়ে ভাইয়ের বাসা থেকে তাকে আটক করেছে বলে রাত আড়াইটায় জানিয়েছেন খোকনের সহধর্মিনী বিএনপি নেত্রী শিরিন সুলতানা।
এছাড়া মিরপুর থানা বিএনপির সভাপতি ও মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আবদুল এবং তার ছেলে আবদুর রহমান রনিকে শ্যামলীর একটি বাসা থেকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ পরিবারের।