স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে দেশের ভাগ্য নির্ধারিত হবে। আপনাদের ভোটে সরকার গঠিত হবে। আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশের সার্বিক উন্নয়ন বন্ধ হয়ে যাবে। দেশ পিছিয়ে পড়বে। বিএনপি জামাত ক্ষমতায় আসলে দেশে উন্নয়নের পরিবর্তে জ্বালাও পোড়াও শুরু হবে। দেশ অশান্তিময় পরিস্থিতিতে নিমজ্জিত হবে। কেউ শান্তিতে থাকতে পারবেনা। ধর্মীয় উৎসব বাধাগ্রস্ত হবে।
তিনি বলেন, শেখ হাসিনা মানিকগঞ্জবাসীকে কথা দিয়েছিলেন আপনারা নৌকায় ভোট দিবেন। আমি উন্নয়ন দেবো। হাসিনা কথা রেখেছেন। মানিকগঞ্জের ব্যাপক উন্নয়ন করেছেন। আমরাও উন্নয়নের প্রতিদান হিসেবে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবো। আওয়ামী লীগ সরকারের আমলে সাটুরিয়া তথা গোটা মানিকগঞ্জে অকল্পনীয় উন্নয়ন হয়েছে। অবহেলিত মানিকগঞ্জ উন্নয়নের ছোঁয়ায় নতুন রূপ ধারণ করেছে। কিন্তু বিএনপি জামাত সরকারের আমলে এই এলাকায় কোন উন্নয়ন হয়নি। রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, স্কুল কলেজ, হাট বাজার মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানসহ যত উন্নয়ন দৃশ্যমান সবই হাসিনা সরকার করেছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হবে।
শনিবার (২১ অক্টোবর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ভোটকেন্দ্র কমিটি'র সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের প্রতিচ্ছবি তুলে ধরে জাহিদ মালেক বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে , দেশের মানূষ শান্তিতে আছে। সাধারন জনগন ভিজিডি, ভিজিএফ, ফ্যামিলি কার্ড, বয়স্কভাতা প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ভাতা পাচ্ছেন। সরকারের এই সহযোগিতা দিয়ে অনেক মানুষের সংসার চলছে। বিএনপি জামাত ক্ষমতায় গেলে দেশে আবারো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে।
তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম প্রমুখ। এসময় স্হানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ব্যক্তিগত অনুদান তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাতে তিনি মানিকগঞ্জ জেলা শহরের গঙ্গাধর পট্টি, কালিবাড়ি ও লক্ষ্মীমন্টপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক রেহেনা আক্তার, মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান আজম খান আপেলসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।