সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর উপর ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ৮১ মিটার দীর্ঘ ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে তিনি এই ব্রিজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এর মধ্য দিয়ে পার্শ্ববর্তী আট দশ গ্রামের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি মানিকগঞ্জ ব্রিজটি নির্মাণ করবেন বলে জানা গেছে।
সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, গত পাঁচ বছরে আওয়ামী লীগ সরকার দেশ ও দেশের মানুষের কল্যাণে অনেক কিছু করেছে। শহর এবং গ্রামীণ জনপদের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ শতভাগ নিশ্চিত হয়েছে। খাদ্যের অভাব নাই, স্কুল কলেজ ও মসজিদ মাদ্রাসা, ব্রিজ কনভার্ট নির্মাণ হয়েছে, গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। সব মিলে দেশের মানুষ সুখে শান্তিতে আছে। এটিই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতি। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিতার সেই আদর্শ বাস্তবায়ন করে যাচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে আসতে চায় না। কারন তাদের সাথে সাধারণ মানুষ নাই। তারা শুধু জ্বালাও পুড়াও পছন্দ করে। তাই তারা নির্বাচনে আসতে চায় না। শেখ হাসিনা দেশে উন্নয়ন করেছেন। অসমাপ্ত উন্নয়ন কাজ বাস্তবায়ন রয়েছে। উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নাই।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আজীবন দেশের সেবা করেছেন। স্বাধীনতার পরে মাত্র তিন বছর তিনি এই দেশের সেবা করতে পেরেছিলেন । ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করা হলো। যে ব্যাক্তি আমাদের দেশ স্বাধীন করে দিলো,সারা জীবন সংগ্রাম করলো, তেরো বছর জেল খাটলেন তাকেই হত্যা করা হলো। তাকে কেনো হত্যা করা হলো তা আমরা - আপনারা অনেকেই জানি। চিন্তিত সেই বিএনপি-জামাত গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। তারা দেশের শান্তি চায় নাই, দেশের নিরীহ মানুষদেরকে পাকিস্তানিদের হাতে উঠিয়ে দিয়েছিলো। তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে পৃথিবীতে নজিরবিহীন জঘন্যতম কালো অধ্যায় সৃষ্টি করে।
এ সময় বাছট (বৈলতলা মোকদম পাড়া হাফেজিয়া মাদরাসা সংলগ্ন গাজীখালী নদীর উপর ৮১.০০ মিটার গার্ডার ব্রীজ ও সাটুরিয়া মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল(ম্যাটস) এর ভিত্তিপ্রস্তুরের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সাটুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আতাউল রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,আ.ফ.ম সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, এলজিইডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো: ফয়জুল হক, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো আনোয়ার হোসেন খান (জ্যোতি), সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো:গোলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন লাল মিয়া, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো : আনোয়ার হোসেন পিন্টু, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজ্জাক হোসাইন রাজ, সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান, বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো : রুহুল আমিন, দিঘুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ায়ম্যন শফিউল ইসলাম জুয়েল,সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরের তিনি বালিয়াটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।